মাহে রমজান অফার
হাসান আলী রুবেল
বছর ঘুরে আসে বারবার
রমজান মাসের রোজা,
ট্রেনিং নিয়ে এগারো মাস
চলতে সরল সোজা।
তিরিশ দিনের বিশাল অফার
পুরো রমজান মাস জুড়ে,
হাতছাড়া তা হয় না যেনো
এদিক সেদিক ঘুরে।
ওহে যুবক ওহে প্রবীন
সব ভেধাভেদ ভুলে,
রাখি রোজা খুজি মনে
পড়ি কুরআন খুলে।
শপথ নিয়ে সবাই মিলে
করি কঠিন পণ,
মিথ্যা বলা বর্জন করে
গড়ব সুন্দর মন।
নিত্য দিনে করি মোরা
গুনাহ রাশি রাশি,
আল্লাহহর রহম দ্বারে তবু
যেনো ক্ষমা যাচি।
আল্লাহ তা‘লা শুন্য করবেন
মোদের পাপের ঝাঁপি,
রোজ হাশরে মোদের তরে
হবেন তিনি কাফি।
ক্ষমা করে নিবেন,
রহমত রহমত মাঘফিরাতের
ছোঁয়া তিনিই দিবেন।
আল্লাহর রহম ধারায় মোদের
জীবন হবে ধন্য,
হতে পারবো দ’ জাহানে
মাহবুব বান্দায় গণ্য।